ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইন্ডিজ সফরে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪
উইন্ডিজ সফরে বাংলাদেশ দল ঘোষণা

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের (ওডিআই) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে তিনটি ওয়ানডে, একমাত্র টি-টোয়েন্টি ও একমাত্র টেস্ট খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফর করবে টাইগাররা।



২০ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়া এ সফরে দলে ফিরেছেন ওপেনার ইমরুল কায়েস ও পেসার রুবেল হোসেন। আর বাদ পড়েছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। নিষেধাজ্ঞার কারণে ফিরতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, মমিনুল হক, রুবেল হোসেন, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, তাসকিন আহমেদ. ইমরুল কায়েস ও আল আমিন হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ আগস্ট প্রথম ওয়ানডের পর ২২ আগস্ট দ্বিতীয় ও ২৫ আগস্ট তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। এরপর ২৭ আগস্ট ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সবশেষে ৫-৯ জুন একমাত্র টেস্ট শেষে সফর শেষ করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।