ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

চলে গেলেন টেষ্ট ক্রিকেটের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
চলে গেলেন টেষ্ট ক্রিকেটের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় নরম্যান গর্ডন

ঢাকা: পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন দ. আফ্রিকার সাবেক ফাস্ট বোলার নরম্যান গর্ডন। এতদিন টেষ্ট ক্রিকেটের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে তিনি বেঁচে ছিলেন।



মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০৩ বছর। গর্ডন তার ক্যারিয়ারে পাঁচটি টেষ্ট খেলেছিলেন। আর এই পাঁচটি টেষ্টই ছিল ১৯৩৮-৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে সেই দশ দিনের ঐতিহাসিক অমিমাংসিত টেষ্ট অনুষ্ঠিত হয়েছিল।

১৯১১ সালের ৬ আগষ্ট আফ্রিকার ট্রান্সভালে জন্ম নেওয়া গর্ডন পাঁচটি টেষ্ট খেলে ২০ টি উইকেট পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।