ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সঠিক সিদ্ধান্ত নিয়েছে পিসিবি: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪
সঠিক সিদ্ধান্ত নিয়েছে পিসিবি: আফ্রিদি শহীদ আফ্রিদি

ঢাকা: অভিজ্ঞ শহীদ আফ্রিদিকে আগামী ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানিয়েছেন তিনি নিজেই।

এই অলরাউন্ডার মনে করেন তাকে অধিনায়ক করায় এটাই প্রমান করে যে, তার সঙ্গে দলের কোন সমস্যা নেই।



আফ্রিদি বলেন, ‘আমাকে অধিনায়ক করা বোর্ডের একটি ভাল সিদ্ধান্ত। আর এর মাধ্যমে দলের প্রত্যেকটি খেলোয়াড় জেনেছে যে আগামী দুই বছর কে তাদের দলনেতা থাকছে। ’

২০১১ সালে টি-২০’তে একই পদে থাকা আফ্রিদি এবার দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হলেন।

এখন পর্যন্ত ৭৪ টি টি-২০ খেলা আফ্রিদি ১৪৪.০৪ স্ট্রাইক রেটে চারটি অর্ধশতকে করেছেন ১,১১২ রান। আর ৬.৪৮ ইকোনোমিতে নিয়েছেন ৭৭ টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘন্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।