ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বন্যার্তদের সাহায্যে শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
বন্যার্তদের সাহায্যে শচীন শচীন রমেশ টেন্ডুলকার

ঢাকা: সম্প্রতি ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া জম্বু ও কাশ্মীরের মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার।

মাস্টার-ব্লাস্টার টেন্ডুলকারের এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ টনের বিভিন্ন ধরনের খাদ্য, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০০টি কম্বল।

জম্বুর বিভাগীয় কমিশনার শান্তমানু শনিবার এসব ত্রাণ গ্রহন করেন। শান্তমানু জানান, যত দ্রুত সম্ভব এসব খাবার বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে।

পরে শচীনের ডোনেশনের কো-অর্ডিনেট রানজিত কালরা জানান, শচীন সবসময় জম্বু ও কাশ্মীরের খারাপ সময়ে এগিয়ে এসেছে। আর ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।