ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ওয়ানডে থেকে ছিটকে পড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
ওয়ানডে থেকে ছিটকে পড়লেন রোহিত রোহিত শর্মা

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচ থাকছেন না ভারতের ব্যাটিং তারকা রোহিত শর্মা। কাঁধের ইনজুরির কারণে তিনি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করছেন বলে জানা যায়।



এর আগে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা রোহিত ছিটকে পড়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডানহাতি এ স্টাইলিশ ব্যাটসম্যান কাঁধে ও আঙ্গুলে চোট পান। দ্বিতীয় ম্যাচ খেলে তিনি আর পরের ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি।

রোহিত শর্মা ছিটকে পড়ায় তার জায়গায় শিখর ধাওয়ানের সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে ওপেনিং করতে নামবেন অজিঙ্কা রাহানে। আর ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে থাকবেন মুরালি বিজয়।

তবে, ওয়ানডেতে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ফিরবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।