ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির নতুন কিছু নিয়ম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
টি-টোয়েন্টির নতুন কিছু নিয়ম

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ২০১৪-১৫ মৌসুমের জন্য টি-টোয়েন্টি ম্যাচের বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। যা ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে।



টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার রেটের সময় বাড়িয়েছে আইসিসি। তাদের নতুন নিয়ম অনুযায়ী ৮০ মিনিটের পরিবর্তে প্রতিটি ইনিংসের সময় গিয়ে দাঁড়িয়েছে ৮৫ মিনিটে। এর ফলে, ৫ মিনিট অতিরিক্ত সময় পেল টি-টোয়েন্টির বোলাররা।

ম্যাচের টস হওয়ার আগে প্রতিটি দলের অধিনায়ককে চারজন বদলি খেলোয়াড়ের তালিকা দিতে হবে। এ চারজনের বাইরে কেউ ম্যাচে খেলতে পারবেন না। এছাড়া চারজনের বাইরে দলের অন্য কোনো খেলোয়াড় মাঠে পানি বা অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এছাড়া, ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা প্রয়োজনে স্নিকোমিটার ব্যবহার করতে পারবে।

আগামী ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে নতুন এ নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ২ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।