ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

একমাত্র টি-২০’তে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
একমাত্র টি-২০’তে হারল পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে অজিরা।



টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাক দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৬ রান তোলে পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে সাদ নাসিমের ব্যাট থেকে। ৩২ বলে কোনো চার বা ছয় না হাঁকিয়ে ২৫ রান করেন এ মিডলঅর্ডারে নামা অভিষিক্ত এ ব্যাটসম্যান।

এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি ‌উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

মাত্র ৯৭ রানের টার্গেটে নেমে ১৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফিঞ্চবাহিনী। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অপরাজিত থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ৩৯ বলে চারটি চার আর তিনটি ছয় হাঁকিয়ে ৫৩ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।