ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের হার ছবি: সংগৃহীত

ঢাকা: একমাত্র টি-টোয়েন্টিতে হারের পর পাকিস্তান এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে মিসবাহ বাহিনী হেরেছে ৯৩ রানে।



টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া অজিরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ২৫৫ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা স্টিভেন স্মিথ করেন দলের সর্বোচ্চ রান। তিনি ১১৮ বলে ৬টি চার আর ২টি ছয় হাঁকিয়ে ১০১ রান করে সাজঘরে ফেরেন।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওপেনিংয়ে নামা ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৬৩ বলে ৪৩ রান করেন তিনি।

পাকিস্তানের হয়ে শহিদ আফ্রিদি নেন ৩টি উইকেট। আর দুটি উইকেট দখল করেন ওয়াহাব রিয়াজ।

২৫৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩৬.৩ ওভারে ১৬২ রান করেই অল-আউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন উমর আকমল। তিনি ৫৭ বলে করেন ৪৬ রান। এছাড়া ওপেনিংয়ে নামা সরফরাজ আহমেদ করেন ৩৪ রান।

অজিদের হয়ে তিনটি উইকেট পান জনসন। এছাড়া দুটি করে উইকেট নেন লিয়ন এবং ম্যাক্সওয়েল।

ম্যাচ সেরার পুরস্কার উঠেছে স্টিভেন স্মিথের হাতে। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ৮ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।