ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

জাতীয় দলে ফিরেই সাকিবের চমক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
জাতীয় দলে ফিরেই সাকিবের চমক ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা শেষে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মধ্যদিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আর দলে ফিরেই দারুণ পারফরমেন্স করলেন তিনি।



সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে সাকিবের অসাধারণ বোলিংয়েই ধ্বস নামে ব্র্যান্ডন টেইলরদের ইনিংসে। ২৪০ রানে গুটিয়ে যাওয়া তাদের এই ইনিংসের ছয়টি উইকেটই নেন সাকিব।

এদিন ২৪.৫ ওভার বোলিং করে পাঁচটি মেডেন সহ ৫৯ রানের বিনিয়য়ে ছয়টি উইকেট নেন সাকিব। টেস্ট ক্যারিয়ারে এটি তার ইনিংসে ১২তম পাঁচ উইকেট শিকার।

এর আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিসিবি কর্তৃক জাতীয় দলের হয়ে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব। যার কারণে তিনি দলের হয়ে ক্যারিবীয়ান সফরে যেতে পারেন নি।




বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।