ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বৃষ্টিতে পন্ড শেষ ম্যাচ, সিরিজ প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
বৃষ্টিতে পন্ড শেষ ম্যাচ, সিরিজ প্রোটিয়াদের ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচের একদিনের সিরিজে আগেই ২-০ তে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল দ.আফ্রিকা। তাই নিয়ম রক্ষার শেষ ম্যাচে হ্যামিল্টনে সিরিজে ব্যবধান কমাতে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড।



তবে, টসে হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের ৩০.৪ ওভারে বৃষ্টি হানা দেয়। এরপর এক টানা বৃষ্টি হতে থাকলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যাক্ত করার সিদ্ধান্ত নেন।

এদিকে এ ম্যাচে ৩০.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল প্রোটিয়ারা। তবে ওপেনিংয়ে নামা কুইন্টন ডি কক ৮০ রান করে অপরাজিত থাকলেও তার এই ইনিংসটি বৃথা যায়। এছাড়া ৩৩ রান করে অপরাজিত ছিলেন এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।