ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ মে ২০২৪, ১৬ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

তামিমের ১৭তম অর্ধশত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
তামিমের ১৭তম অর্ধশত ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্রিকেট পরিবারের ছেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক পেয়েছেন। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন তিনি ব্যক্তিগত অর্ধশতকের কোটা পার হয়েছেন।



ধীর গতিতে ব্যাটিং করে চরম ধৈর্যের পরিচয় দিয়ে (নিজের ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির) ১৭তম অর্ধশতক হাঁকাতে তামিম খেলেছেন ১৬৯ টি বল। মেরেছেন ৪টি চার। টেস্টের গত পাঁচটি ইনিংসে চট্রগ্রামের ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানের রান ৫৩, ৪৮, ৬৪, ৫ ও ০।

এর আগে তামিম ৩৫ টেস্টের ৬৮ ইনিংস খেলে ১৬টি অর্ধশতকের পাশাপাশি করেছিলেন ৪টি শতক। এ বাঁহাতি ওপেনারের টেস্টে ইনিংস সর্বোচ্চ রান ১৫১। ২০১০ সালের জানুয়ারীতে ঢাকায় তিনি ভারতের বিপক্ষে মহাকাব্যিক এ ইনিংসটি খেলেন।

এছাড়া বাকি তিনটি শতকের মধ্যে ১২৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ১০৮ ও ১০৩ রান করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ৩ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।