ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

সিরিজ জিতে শীর্ষ তিনে পৌছালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
সিরিজ জিতে শীর্ষ তিনে পৌছালো পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো পাকিস্তান। আর এই জয়ের ফলে আইসিসি টেস্ট ৠাংকিংয়ে তিন ধাপ এগিয়ে তিন নম্বরে অবস্থান করছে দলটি।

আমিরাতকে দ্বিতীয় হোম গ্রাউন্ড বানানো দলটির এটি গত সাত বছরের মধ্যে টেস্টে সেরা পারফরম্যান্স।

এদিকে অজিদের ২-০তে হোয়াইটওয়াশের মধ্যেদিয়ে বিশ বছর পর ক্যাঙ্গারুদের বিপক্ষে সিরিজ জিতলো মিসবাহ উল হকরা। আর শীর্ষে আসার পর দলটি পেছনে ফেলেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতকে।

১২৪ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে আছে দ.আফ্রিকা। আর ১২৩ পয়েন্ট থেকে ছয় পয়েন্ট পিছিয়ে অজিদের ‍অবস্থান দ্বিতীয়। এদিকে সিরিজ জয়ের ফলে ১০৫ পয়েন্ট নিয়ে তৃতীয়তে উঠে এসছে পাকিস্তান। এই তালিকায় ১৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।