ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

তামিম-সাকিবের সাত হাজারি তকমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
তামিম-সাকিবের সাত হাজারি তকমা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিষয়টা কয়দিন আগেও ছিল অভাবনীয়! কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের দুই উজ্জ্বল মুখ তামিম-সাকিব তা পূর্ণ করলেন।

বিষয়টা খুলে বলা যাক- বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবালের পাশে এখন শোভা পাচ্ছে সাত হাজার রানের তকমা।



সোমবার (০৩ নভেম্বর) প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে সাত হাজার ক্লাবে নাম লিখিয়েছেন তামিম ইকবাল।

আর এর একদিন পর মঙ্গলবার (০৪ নভেম্বর) সেই কাতারে প্রবেশ করলেন আরেক তারকা সাকিব।

ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে তামিম-স‍াকিবের রান সাত হাজার ছাড়িয়েছে।

এরমধ্যে তামিম ইকবালের সাত হাজার ৭৫ আর  সাকিবের সাত হাজার ২২। তামিম ইকবাল ২০২ ম্যাচে ২৩৪ ইনিংস খেলেছেন।

আর সাকিব আল হাসান খেলেছেন ২০৭ ম্যাচ। এই ম্যাচের ২৩৩ ইনিংসে সাত হাজারের বেশি রান করেন তিনি।

এর আগে বাংলাদেশি আরেক ক্রিকেটার আশরাফুল করেছিলেন ৬ হাজার ৬৫৫ রান।

 বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।