ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেক ম্যাচেই জয় পেল পাপুয়া নিউগিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
অভিষেক ম্যাচেই জয় পেল পাপুয়া নিউগিনি ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ানডে পরিবারের নবীনতম সদস্যের স্বীকৃতি পাওয়া পাপুয়া নিউগিনি ওয়ানডের অভিষেক ম্যাচেই জয় তুলে নিয়েছে। হংকংকে ৪ উইকেটে হারিয়ে ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশটি অভিষেক ম্যাচকে স্মরনীয় করে রাখল।



দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে হংকংয়ের বিপক্ষে টাউসভিলে মাঠে নেমেছিল পাপুয়া নিউগিনি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেল হংকং।

নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪৮.৩ ওভার খেলতেই হংকং তাদের সবক’টি উইকেট হারিয়ে ফেলে। অলআউট হওয়ার আগে তারা ২০২ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে ব্যাটিংয়ে নামা দলের অধিনায়ক আটকিনসনের ব্যাট থেকে। হংকং দলপতি ৮০ বলে ৬০ রান করেন।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন আইজাজ খান। হাসিব আমজাদ করেন ৩৫ রান।

অভিষিক্ত পাপুয়া নিউগিনির হয়ে দুটি করে উইকেট নেন উইলি গাভেরা, ক্রিস আমিনি, আসাদ ভালা এবং মাহুরু দাই।

২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪০ ওভার শেষেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাপুয়া নিউগিনি। ৬ উইকেট হারিয়ে তারা এ রান তোলে। ফলে ৬০ বল হাতে রেখেই স্মরণীয় এ জয়টি তুলে নেয় ক্রিস আমিনির দল।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন চার্লস আমিনি। তিনি ৫৭ বলে ৮টি চার হাঁকিয়ে করেন অপরাজিত ৬১ রান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন ভানি মোরিয়া। ৩২ রান করেন তিন নম্বরে নামা লেগা সিয়াকা।

ম্যাচ হারলেও হংকংয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইরফান আহমেদ।

এ জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল পাপুয়া নিউগিনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ৮ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।