ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

১৭তম সেঞ্চুরি করে আমলার রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, নভেম্বর ১৯, ২০১৪
১৭তম সেঞ্চুরি করে আমলার রেকর্ড হাশিম আমলা

ঢাকা: ক্যানাবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরেজের  তৃতীয় একদিনের ম্যাচে  সবচেয়ে কম ম্যাচ খেলে ১৭ তম সেঞ্চুরি  করার রেকর্ড  গড়লেন  দক্ষিণ আফ্রিকার  হাশিম আমলা।

৯৮ ইনিংসে খেলে ১৭ তম সেঞ্চুরি করেছেন  প্রোটিয়া এই ওপেনার ।

এর আগে আমলার থেকে ১৪ ইনিংস বেশি খেলে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের সহ-অধিনায়ক ভিরাট কোহলি।

আমলা তার ক্যারিয়ারের ১৫ তম শতকেও গড়েছিলেন রেকর্ড। এর আগে ২০০৮ সালে চট্রগ্রামে বাংলাদেশের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। পরবর্তীতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্রিকেট বিশ্বে তিনি ‘মি: কনসিসটেন্ট’  নামে পরিচিতি লাভ করেন।

আমলা এখন পর্যন্ত ১০১টি একদিনের ম্যাচে অংশগ্রহন করেছেন। যেখানে ৫৩.৯৫ গড়ে রান করেছেন ৪৯১০।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ