ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাক-নিউজিল্যান্ড টেস্ট ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, নভেম্বর ২১, ২০১৪
পাক-নিউজিল্যান্ড টেস্ট ড্র

ঢাকা: সব রোমাঞ্চের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ড্র হলো দুবাই টেস্ট। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছিল নিউজিল্যান্ড।

তবে পঞ্চম দিনে পাকিস্তানি ব্যাটসম্যানদের দৃড়তায় শেষ পর্যন্ত সিরিজে সমতা নিতে পারলো না কিউইরা।

স্কোর-নিউজিল্যান্ড ৪০৩ ও ২৫০/৯ ডিক্লে
পাকিস্তান ৩৯৩ ও ১৯৬/৫(৬৭.০)

এদিন ছয় উইকেটে ১৬৭ রানে শুরু করা নিউজিল্যান্ড রস টেইলরের ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরিতে(১০৪) ২৫০ রান করে ইনিংস ঘোষণা করে। আর পাকিস্তানের সামনে লিড দাড়ায় ২৬০ রান।

পরে চতুর্থ ইনিংসে দলীয় আট রানে টিম সাউদির বলে তৌফিক উমর আউট হলে চাপে পড়ে পাকিস্তান। আর দলীয় ৭০ থেকে ৭৫ রানে আরো তিনটি উইকেট পড়লে জয়ের স্বপ্ন দেখতে থাকে কিউইরা।

তবে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান, আসাদ সফিক ও সরফরাজ আহমেদের ব্যাটিং দৃড়তায় শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ তুলতেই ড্র হয় ম্যাচটি।

বাংলাদেশ সশয়: ২০৪২ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।