ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোকের ছায়া বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
শোকের ছায়া বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: ফিলিপ হিউজের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। মিরপুরে দু’দলের চতুর্থ একদিনের ম্যাচ শুরু হবার আগে সফরকারী ও স্বাগতিক দলের ক্রিকেটাররা দাঁড়িয়ে কিছুক্ষন নিরবতা পালন করেন।



এছাড়া এদিন মাঠে দর্শকদের মাঝেও দেখা যায় শোকের ছায়া। দর্শকরা প্লাকার্ডে ও ব্যানারে হিউজের মৃত্যুর বিভিন্ন শোকবার্তা লিখে আনেন।

টাইগার অল রাউন্ডার সাকিব আল হাসানও তার ফেসবুকে হিউজের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে গত জানুয়ারিতে হিউজের নেতৃত্বে বিগ ব্যাসে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলেছিলেন সাকিব।

গত ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ড ম্যাচে মাথায় গুরুতর আঘাত পান হিউজ।

এরপর সিডনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হলেও এর দুই দিন পর কর্তব্যরত চিকিৎসক অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট খেলা এই ক্রিকেটারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।