ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এক ম্যাচের জন্যে নিষিদ্ধ সোহাগ গাজী

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, ডিসেম্বর ৩, ২০১৪
এক ম্যাচের জন্যে নিষিদ্ধ সোহাগ গাজী সোহাগ গাজী

ঢাকা: ওয়ালটন  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে  মোহামেডানের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড় সুলুভ আচরণের জন্যে এক ম্যাচের জন্যে সাসপেন্ড এবং দশ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অফ স্পিনার সোহাগ গাজীকে।

বুধবারের মিরপুরে ম্যাচের ৩৭ তম ওভারের তৃতীয় বলে নাইম ইসলামের বলে এলবিডাব্লিঊ হন সোহাগ গাজী।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন এই অফ স্পিনার। এসময় আম্পায়ারের উদ্দেশ্যে বাজে মন্তব্যও করেন সোহাগ গাজী।

এরপর খেলা শেষে  ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল তাকে এই শাস্তি দেন।

সোহাগ গাজী অবৈধ বোলিং অ্যাকশনের জন্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষিদ্ধ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘন্টা, ০৩ ডিসেম্বর ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ