ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ থেকে বাদ পড়লেন শেওয়াগ, যুবরাজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
বিশ্বকাপ থেকে বাদ পড়লেন শেওয়াগ, যুবরাজরা

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের সম্ভাব্য স্কোয়াড ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এ তালিকা থেকে বাদ পড়েছেন ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।



এক সময় দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন তারা। তাদের হাত ধরেই এসেছে ভারতীয় ক্রিকেটের অসংখ্য জয়। তবে সময়ের পরিক্রমায় আজ দলের বাইরে থাকতে হচ্ছে এসব হেভিওয়েট ক্রিকেটারদের। আর বাদ পড়াদের এই তালিকায় রয়েছেন ভিরেন্দার শেওয়াগ, যুবরাজ সিং, জহির খান, গৌতম গম্ভীর ও হারবাজান সিংয়ের মতো তারকারা।

সম্ভাব্য তালিকা: মহেন্দ্র সিং ধোনি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, রবিন উথাপ্পা, বিরাট কোহলি. সুরেশ রায়না, আম্বাতি রাইডু, কেদার যাদব, মানোজ তিওয়ারি, মানিশ পান্ডে, ঋদ্ধিমান সাহা, সানজু স্যামসন, রবিচন্দ্রন অশ্বিন, পারভেজ রাসুল, করন শর্মা, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, উমেশ যাদব, বরুণ অ্যারন, ধাওয়ান কুলকারনি, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা, অশোক দিন্দা, কুলদিপ যাদব ও মুরালি বিজয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘন্টা, ৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।