ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলবেন না ক্লার্ক

ঢাকা: ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের বাকি তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে পারেন মাইকেল ক্লার্ক। হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়া অস্ট্রেলিয়ান এই অধিনায়ক জানিয়েছেন, তিনি হয়ত সিরিজের বাকি ম্যাচগুলোতে মাঠের বাইরে থাকতে পারেন।



অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ইনজুরির কারণে দু’বার ক্লার্ককে স্ক্যান করানোর জন্য হাসপাতালে যেতে হয়। প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় বাউন্সি বল এড়াতে কাঁধের ইনজুরিতে পড়েন তিনি। আর ম্যাচের শেষ দিনে ফিল্ডিং করার সময় পেশীতে চোট পান প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ক্লার্ক।

পরে ম্যাচ শেষ হবার আগেই ক্লার্ককে মাঠ ছাড়তে হয়। তবে তার অনুপুস্থিতিতেও অজিরা ৪৮ রানের জয় তুলে সিরিজে ১-০তে লিড নেয়। ।

ক্লার্ক বলেন, ‘ আমি হাসপাতাল থেকে স্ক্যান করে এসেছি। তবে স্ক্যানের ফলাফল খুববেশি ভালো হয়নি। এই সিরিজে আমাকে খেলতে হলে খুব সাবধান হয়ে খেলতে হবে। ’

এদিকে এই সিরিজে খেলার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ক্লার্ক আরো বলেন, ‘ সম্ভবত এই সিরিজে আমাকে আর মাঠে দেখা যাবে না। ’

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।