ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতে নিল লংকানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
সিরিজ জিতে নিল লংকানরা

ঢাকা: সাত ম্যাচ ওয়ানডে সিরিজের ষষ্ঠ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে সফরকারী ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে লংকানরা।

আর এ জয়ের ফলে অ্যাঞ্জেলো ম্যাথুজ বাহিনী ৪-২ এ এগিয়ে সিরিজ নিজেদের করে নিল।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ম্যাথুজ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে লংকানরা তোলে ২৯২ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। বামহাতি তারকা এ ব্যাটসম্যান ওয়ানডে ক্যারিয়ারের ২০তম শতক হাঁকিয়ে করেন ১১২ রান। রানের সঙ্গে বলের মিল রেখে সাঙ্গাকারা ১২টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকান।

এছাড়া ওপেনিংয়ে নামা দিলশান করেন ৬৮ রান। ১০৫ বলে ধীরগতির ব্যাটিং করা দিলশান ৮টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে তুলে আনা মাহেলা জয়াবর্ধনে (৫ রান) এ ম্যাচেও বড় স্কোর করতে ব্যর্থ হন।

এছাড়া দিনেশ চান্দিমাল ৩১ বলে ৩৫ এবং ১২ বলে ২০ রান করেন সেকুজ্জে প্রসন্ন।

অতিরিক্ত ২৩ রান দেওয়া ইংলিশ বোলারদের হয়ে দুটি করে উইকেট নেন স্টিভেন ফিন, ক্রিস ওকস এবং ক্রিস জর্ডান।

২৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভার শেষে অলআউট হওয়ার আগে ইংল্যান্ড করে ২০২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান আসে জো রুটের ব্যাট থেকে। এছাড়া ৪১ রান করেন ক্রিস ওকস এবং ৩৪ রান করেন ওপেনিংয়ে নামা মঈন আলী।

লংকানদের হয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ থাকা সাচিত্রা সেনানায়েকে নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যাচে ফিরেই ৩টি উইকেট তুলে নেন। এছাড়া সর্বোচ্চ ৪টি উইকেট পান সুরাঙ্গা লাকমল।

ম্যাচ সেরার পুরস্কার উঠে কুমার সাঙ্গাকারার হাতে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।