ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বরখাস্ত হলেন জিম্বাবুয়ের কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
বরখাস্ত হলেন জিম্বাবুয়ের কোচ

ঢাকা: বিশ্বকাপ শুরুর ঠিক আট সপ্তাহ আগে জিম্বাবুয়ের কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। তবে তার জায়গায় কে দায়িত্ব নেবেন তা বড়দিনের ছুটির পর ঘোষণা করা হবে বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।



সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার তিক্ত স্বাদ নিয়ে দেশে ফিরে গিয়েছিল জিম্বাবুয়ে। এর ফলেই স্টিফেন ম্যাঙ্গোঙ্গকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের নীতিনির্ধারকরা।

বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি উইলসন মানাসে জানান, ‘স্টিফেনকে জিম্বাবুয়ে দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ’

স্টিফেন ম্যাঙ্গোঙ্গ এ বছরের জুলাই মাসে অ্যান্ডি ওয়ালারের জায়গায় দায়িত্ব নেন। তবে বাংলাদেশ সিরিজে ব্যর্থ হলেও তার অধীনেই এ বছর ৩১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।