ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আফ্রিদিসহ পাঁচ ক্রিকেটারকে শোকজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
আফ্রিদিসহ পাঁচ ক্রিকেটারকে শোকজ শহীদ আফ্রিদি

ঢাকা: অনুমতি ছাড়া বিজ্ঞাপন চিত্রে অংশ নেওয়ায় শহীদ আফ্রিদিসহ পাঁচ ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শহীদ আফ্রিদি ছাড়া অন্য চার ক্রিকেটার হলেন- মোহাম্মদ ইরফান, ফাওয়াদ আলম, ওয়াহাব রিয়াজ এবং আনোয়ার আলি।



বোর্ডের কাছ থেকে অনুমতি ছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হোম সিরিজের মূল স্পন্সর হেয়ার কোম্পানির একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেওয়ায় ওই ৫ ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের ট্রিবিউন পত্রিকায় পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, অনুমতি ছাড়া বিজ্ঞাপন চিত্রে অংশ নেওয়ায় বোর্ড পাঁচ ক্রিকেটারকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। ’
‘আমরা তাদের ব্যাখ্যার জন্য অপেক্ষা করব এবং তারপর সিদ্ধান্ত নেব, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। ’

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।