ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতে রাস্তায়, দিনে মাঠে কোহলি-আনুশকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
রাতে রাস্তায়, দিনে মাঠে কোহলি-আনুশকা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি এবং বলিউডের তারকা অভিনেত্রী আনুশকা শর্মাকে পাওয়া গেল রাস্তায়। অস্ট্রেলিয়ার মেলবোর্নের রাস্তায় হাতে হাত রেখে বেড়িয়েছেন এ জুটি।



নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার রাস্তাতেও তাদের অন্তরঙ্গভাবে দেখা মেলে। রাতে রাস্তায় আর দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে পাওয়া গেল কোহলিকে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিল্ডিং করেছেন কোহলি। তবে, রাতে টিম হোটেলে একাই ফিরেছিলেন তিনি।

সম্প্রতি টিম হোটেলে বান্ধবীদের নিষিদ্ধ করে বিসিসিআই। আর তাই হোটেলের বাইরেই তাদের সাক্ষাৎ করতে হয়েছে। কোহলির সঙ্গে বড়দিনের উৎসবে যোগ দিতেই অস্ট্রেলিয়ায় আসেন ‘পিকে’ ছবির এ নায়িকা।

কোহলি-আনুশকা রাতে মেলবোর্নের রাস্তায় শুধু ঘুরেই বেড়াননি। একসাথে রাতের খাবারও খেয়েছেন, বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।