ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ছবি :সংগৃহীত

ঢাকা: পোর্ট এলিজাবেথে বৃষ্টির কারণে ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা । বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর খেলা শুরু হয়।



আগের দিনের দুই উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। দলীয় ২৭৪ রানের মাথায় ফাফ ডু প্লেসিস ব্যক্তিগত ১০৩ রানে আউট হলে তৃতীয় উইকেট হারায় প্রোটিয়ারা।

তবে দ্বিতীয় দিন ছয় ওভার শেষে বৃষ্টি হানা দিলে শেষ পর্যন্ত আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।  

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর  ছিল তিন উইকেটে ২৮৯ রান। ২৩ রান নিয়ে অধিনায়ক হাশিম আমলা এবং নয় রান নিয়ে ক্রিজে আছেন এবি ডি ভিলিয়ার্স।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।