ঢাকা: ক্রাইচচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে দিমুথ করুনারত্নের শতকে সফরকারিদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ২৯৩ রান।
স্কোর: নিউজিল্যান্ড-৪৪১
শ্রীলঙ্কা-১৩৮ ও ২৯৩/৫(ফলোঅন)(১২৫.০ ওভার)
নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করে লঙ্কানরা। তবে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কুশাল সিলভা এদিন কোন রান না করে আউট হলেও হাল ধরেন অন্য ওপেনার করুনারত্নে।
এদিকে অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও রাহিরু থিরিমান্নে দ্রুত আউট হলে করুনারত্নের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে ক্যারিয়ার সেরা ১৫২ রান করার পর ট্রেন্ট বোল্টোর বলে আউট হয়ে প্যাভিলিওনে ফিরেন করুনারত্নে।
৫৩ রান করে অপারাজিত আছেন লঙ্কান অধিনায়ক। আর আগামীকাল তার সঙ্গে পাঁচ রানে ব্যাটিংয়ে নামবেন থারিন্দু কাউশাল। কিউইদের হয়ে তিনটি উইকেট নেন বোল্ট।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪