ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ হলেন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
নিষিদ্ধ হলেন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা প্রজ্ঞান ওঝা

ঢাকা: বোলিংয়ে অবৈধ অ্যাকশনের দায়ে এবারে নিষেধাজ্ঞা পেলেন ভারতীয় বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, বিসিসিআই থেকে তাকে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।



এর আগে আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের ল্যাবরেটরিতে ওঝার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় বোলিংয়ের সময় ওঝার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। ফলে, সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় ভারতীয় এ স্পিনারকে।
 
আইসিসির নিয়ম অনুযায়ী কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির বেশি হওয়া যাবে না। তাই ওঝাকে আবারো ক্রিকেটের বোলিং ক্রিজে ফিরতে হলে বোলিং পুনর্বাসনের মধ্য দিয়ে ফিরতে হবে।

ওঝা ভারতের হয়ে ২৪ টেস্টে ১১৩টি উইকেটে নিয়েছেন। ভারতের জার্সি গায়ে তিনি ১৮টি ওয়ানডে ম্যাচ খেলে ২১ উইকেট পেয়েছেন। এছাড়া দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি ম্যাচে ওঝা ১০ উইকেট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।