ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাঁটুর অস্ত্রোপচারে তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হাঁটুর অস্ত্রোপচারে তামিম তামিম ইকবাল

ঢাকা: হাঁটুর মিনিসকাস ছিঁড়ে যাওয়ায় সোমবার দুপুরে অস্ত্রোপচার করতে হচ্ছে তামিম ইকবালকে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বাংলানিউজকে অপারেশনের বিষয়টি নিশ্চিত করেন।



অস্ট্রেলিয়ান শল্যবিদ চিকিৎসক ডেভিড ইয়াং তামিমের হাঁটুর ইনজুরি পর্যবেক্ষণ শেষে অপারেশনের সিদ্ধান্ত নেন।

হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর থেকে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা গেছে বাংলাদেশের মারকুটে ওপেনারের।

গত শুক্রবার রাতে চিকিৎসার জন্যে অস্ট্রেলিয়া যান তামিম ইকবাল। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিশ্বকাপে খেলার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।