ঢাকা: ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ডকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বোর্ডের সমালোচনা করেছিলেন দলটির ওপেনার ক্রিস গেইল। তবে হার্ড হিটার এ ব্যাটসম্যানের এমন মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড।
জ্যামাইকান এ তারকা এর আগে ক্যারিবীয়ানদের বিশ্বকাপ দল ঘোষণার পর জানিয়েছিলেন, ব্রাভো ও পোলার্ডের মত অলরাউন্ডারকে বিশ্বকাপের মত বড় আসরে বাদ দেয়াটা ‘হাস্যকর’।
এর আগে ভারত সফরে বোর্ডের সঙ্গে দ্বন্দের কারণে ক্যারিবীয়ানরা ওয়ানডে সিরিজ অসম্পূর্ণ রেখেই দেশে ফেরত এসেছিলেন। আর জানাযায় সে সময় অধিনায়ক থাকা ব্রাভো ও পোলার্ড এ বিতর্কের সঙ্গে জড়িত ছিলেন।
লয়েড বলেন, ‘আমি ক্রিসের বক্তব্যে হতাশ। সে দলের এমন একজন যাকে আমি সম্মান করি, তবে সে দলের নির্বাচক না। ’
দেশটির বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক আরো বলেন, ‘সে হয়ত ভেবেছিল তাদের দোষী করা হয়েছে। তবে আমি তাদের সম্পর্কে কিছু বলিনি। দলের যারা সেরা পারর্ফরমার তারাই সুযোগ পেয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫