ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথের অসাধারণ কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
স্মিথের অসাধারণ কীর্তি স্টিভেন স্মিথ

ঢাকা: ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে দারুণ এক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। অধিনায়ক হিসেবে টেস্ট ও ওয়ানডে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার নতুন রেকর্ড গড়লেন এ ডানহাতি ব্যাটসম্যান।



গতকাল হোবার্টে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ বলে অপরাজিত ১০২ রান করেন তিনি।

এর ‍আগে গত বছরের শেষ দিকে ব্রিসবেনে ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া স্মিথ ১৩৩ রান করেছিলেন।

কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০৪ রান করেছিল। পরে স্মিথের ম্যাচ সেরা ইনিংসে অজিরা তিন উইকেটের জয় পায়। এটি স্মিথের ৪৮ ওডিআই ক্যারিয়ারের তৃতীয় শতক।

এদিকে ইংল্যান্ডের হয়ে ম্যাচে সর্বোচ্চ ১৪১ রান করা ইয়ান বেল এখন দলটির ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ স্কোরার। তিনি পল কলিংউডকে পেছনে ফেলে ১৫৩ ম্যাচে ৫,১৩৬ রান করেন।

এছাড়া ইংলিশদের তিন ফরম্যাটের ক্রিকেটে জেমস অ্যান্ডারসন এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। তিনি থ্রি লায়ন্সের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।