ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজে সমতা আনলো টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সিরিজে সমতা আনলো টাইগার যুবারা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ এর বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯। আর এ জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতা আনলো টাইগার যুবারা।

এদিন বাংলাদেশের করা ২৩৬ রানের জবাবে ১৭৬ রানেই ‍গুটিয়ে যায় লঙ্কানরা।

প্রথমে ব্যাট করা বাংলাদেশ নাজমুল হোসেন ও জাকির শান্তর হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ভালো পুজি পায়। এরপর জাকির শাহানুর রহমানের সঙ্গে আরো ৬৬ রানে জুটি গড়েন। শাহানুর শেষ দিকে ৪২ বলে ঝড়ো ৪৪ রান করেন। স্বাগতিক বোলারদের মধ্যে দুভিন্দু তিলাকারন্তে তিনটি উইকেট নেন।

জবাবে ৪৬ ওভারেই ১৭৬ রানে স্বাগতিকদের ইনিংস শেষ হয়ে যায়। উইকেটকিপার ভিশহাদ রানদিক ৫০ রান করলেও ২৪ ওভারে ৭৭ রানে দলটির প্রথম পাঁচ উইকেটের পতন হয়। এছাড়া লঙ্কার হয়ে আর দুজন ব্যাটসম্যান দু’অঙ্কের ঘরে যেতে পারে। মেহেদি হাসান ও অবুল হালিম দুটি করে উইকেট নেন।

আজ কলম্বোতে দু’দলের মধ্যকার পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।