ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফ্লেমিংকে ছাপিয়ে ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ফ্লেমিংকে ছাপিয়ে ভেট্টোরি ড্যানিয়েল ভেট্টোরি

ঢাকা: টেস্টের পর ওয়ানডেতেও নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার কীর্তি গড়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। দুই ফরমেটেই কিউই দলের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে পেছনে ফেলেছেন তিনি।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ২৮০তম ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে তিনি এ রেকর্ড গড়েন।

এর আগে কিউইদের হয়ে ২৭৯টি ওয়ানডে ম্যাচ খেলে তালিকার শীর্ষে ছিলেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। টেস্টে ১১১ ম্যাচ খেলা ফ্লেমিংয়ের চেয়ে এখন পর্যন্ত এক ম্যাচ বেশি খেলেছেন ভেট্টোরি।

ভেট্টোরি আসন্ন বিশ্বকাপকে ঘিরে নিজের ভাবনা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘এ বিশ্বকাপে আত্মবিশ্বাসী দল হিসেবেই আমরা মাঠে নামব। তাছাড়া, এবারের আসরটি আমাদের নিজেদের কন্ডিশনে হবে। এটিই আমাদের অনেকটা এগিয়ে রাখবে। ’

অভিজ্ঞ এ ক্রিকেটার আরো বলেন, ‘আমার বয়স এখন প্রায় ৩৬। তাই এটিই হবে আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। ইনজুরি কাটিয়ে এখন আমি পুরোপুরি ফিট। আশা করছি বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে পারব। ’

উল্লেখ্য, টেস্টে ৩০ গড়ে ৪,৫৩১ রানের পাশাপাশি ওয়ানডেতে ২,১৬৮ রান সংগ্রহ করেছেন ভেট্টোরি। এ অলরাউন্ডার বোলার হিসেবেই বেশি কৃতিত্ব দেখিয়েছেন। টেস্টে ৩৬২ এবং ওয়ানডেতে ২৮৯ উইকেট দখল করেছেন এ বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।