ঢাকা: অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং জানিয়েছেন, দলের নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ককে বিশ্বকাপের পরই অবসর নেয়া উচিৎ। আর যত দ্রুত সম্ভব স্টিভেন স্মিথের কাঁধে দলের দায়িত্ব দেয়া দরকার।
আগামী ১৪ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।
এদিকে ইনজুরি সমস্যা নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন ক্লার্ক। আর অজিদের হয়ে রেকর্ড পঞ্চম শিরোপা জয়ে দলের নেতৃত্বও দিতে পারেন তিনি। তবে ৩৩ বছর বয়সী ক্লার্ককে নিয়মিত টেস্ট খেলার উপদেশ দিয়েছেন পন্টিং।
পন্টিং বলেন, ‘আমি মনে করি বিশ্বকাপের পরই ক্লার্ককে অবসর নেয়া উচিৎ। আর যত দ্রুত সম্ভব স্মিথের হাতে অধিনায়কত্ব বুঝিয়ে দেয়া উচিৎ। ’
তিনি আরো বলেন, ‘তবে ক্লার্কের আরও দুই তিন বছর টেস্ট খেলা দরকার দলের জন্য। ’
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫