ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের মনোবল বাড়াতে উদ্যোগী বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
টাইগারদের মনোবল বাড়াতে উদ্যোগী বিসিবি সভাপতি ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়ারল্যান্ডের কাছ শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পরাজয় কিছুটা দুঃশ্চিন্তায় ফেলেছ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে।   মনোবল বাড়াতে আজ যেকোন সময় দলের সঙ্গে কথা বলবেন তিনি।

  তিনি মনে করেন প্রস্তুতিতে কোন ঘাটতি নেই। মনোবল নিয়ে স্বাভাবিক খেলা খেলতে পারলে সমস্যা হবে না।

ক্রীড়া বিষয়ক অনলাইন দৈনিক স্পোর্টস টোয়েন্টিফোর ডট কমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।

আইরিশদের বিপক্ষে ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে বোর্ড কর্তা বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গেই ম্যাচটা জিততে চেয়েছি সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে হার এটা দুঃখজনক। আসলে ব্যাটসম্যানেরা রান পাচ্ছে না এটাই চিন্তার বিষয়। তবে প্রস্তুতি ম্যাচ ছিল বলে হয়তো অনেক পরীক্ষা নীরিক্ষা  হয়েছে। তবে হার জিত যাই থাকুক ছেলেরা তাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে খেলুক সেটাই আমরা চাই। ’

দলের মনোবল বাড়ানোর জন্যে  তিনিও উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘ভেবেছিলাম গতকালই ফোন করবো কিন্তু ভাবলাম সময় নিই কিন্তু সকালে পত্রিকায় মাশরাফির কথাগুলো দেখার পর সিদ্ধান্ত নিয়েছি আজই ফোন করবো অস্ট্রেলিয়ায়। ’

পাশাপাশি তিনি বাংলাদেশর গ্রুপে দুর্বল আফগানিস্তান ও স্কটল্যান্ড সম্পর্কে আরো বলেন,‘ তারা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কন্ডিশনে ভালো দল। ’ 

ম্যাচ জয়ের জন্যে টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে আছেন নাজমুল হাসান পাপন,‘দেখেন ওখানে ২৮০ রানের নীচে করে ম্যাচ জেতা যাবে না সুতরাং তামিম, এনামুল, মুমিনুল মুশফিক, রিয়াদ সাকিব এদের সবাইকেই রান করতে হবে একটা ভালো স্কোরের জন্যে। ’

তবে বাংলাদেশ দল শেষ পর্যন্ত হতাশ করবে না বলেই আশাবাদী বিসিবি প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।