ঢাকা: ৩৩২ রানের জয়ের টার্গেটে শ্রীলঙ্কার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন লাহিরু থিরিমান্নে এবং দিলশান। প্রথম ৭ ওভার বেশ দেখেশুনেই ব্যাট চালায় দুই ওপেনার।
এর আগে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হিসেবে খেলতে নেমে নিউজিল্যান্ড কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন আর মার্টিন গাপটিলের ব্যাটে ভর করে বড় টার্গেটে ছুঁড়ে দেয় শ্রীলঙ্কাকে। ৬ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে কিউইরা করে ৩৩১ রান।
শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় স্বাগতিকদের। প্রথম ইনিংসে কোরি অ্যান্ডারসন ৪৬ বলে ৭৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। কিউই দলপতি ম্যাককালাম করেন ৬৫ রান। এছাড়া ৫৭ রান করেন উইলিয়ামসন আর ৪৯ রান করেন ওপেনার গাপটিল।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৫
** ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে লংকানরা