ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাজঘরে অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান

ওয়ার্ল্ড ‍কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সাজঘরে অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান

ঢাকা: উদ্বোধনী জুটিতে মাত্র ৬ ওভারে দলীয় রান অর্ধশতক হলেও ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের জোড়া ও ওকসের আঘাতের পর মাত্র ৭০ রানেই অজিদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন।

উদ্বোধনী জুটিতে দলকে দুর্দান্ত সূচনা এনে দিলেও ব্রডের জোড়া আঘাতে প্রথমে প্যাভিলিয়নে ফেরেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন শেন ওয়াটসন। রানের খাতা না খুলতেই ব্রডের ছোড়া গুডলেংথে অজি উইকেটকিপার বাটলারের তাল‍ুবন্দি হন তিনি।

এরপর ১১তম ওভারের তৃতীয় বলে স্মিথকে বোল্ড করে অজিদের তৃতীয় উইকেটের পতন ঘটনা ওকস।

তবে আরেক ওপেনার অ্যারন ফিঞ্চ ৩৯ বলে ৪৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

** অজি শিবিরে ব্রডের জোড়া আঘাত
** ফিঞ্চ-ওয়ার্নারের ব্যাটে বিশ্বকাপ মিশন শুরু অজিদের
** টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠালো ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।