ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের উপর ম্যাচ ফিক্সিংয়ের ‍অভিযোগ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
প্রোটিয়াদের উপর ম্যাচ ফিক্সিংয়ের ‍অভিযোগ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি ফিক্সিং হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ১৩০ রানের বিশাল ব্যবধানে হেরে যায় প্রোটিয়ারা।



ভারতের বিপক্ষে খেলা প্রোটিয়া ক্রিকেটারদের বেশিরভাগই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন। এটিও একটি সন্দেহের কারণ বলে অভিহিত করেছেন বাসিত। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকাই ফেভারিট ছিল। কিন্তু, মাঠের পারফরম্যান্স ও আচরণে তারা যথেষ্ট সন্দেহের জন্ম দিয়েছে। ’

বাসিত আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকান বোলার ওয়েইন পারনেল যেভাবে রান দিচ্ছিল তাতে মনে হয়েছে, সে কারো কাছে বাজে বোলিং করার জন্য অঙ্গীকারাবদ্ধ ছিল। ঐ ম্যাচে প্রোটিয়া ক্রিকেটাররা মোটেও নিজেদের সেরাটা দেয়নি। ’

আইপিএলের চুক্তি বাতিলের ভয়ে প্রোটিয়া ক্রিকেটাররা বাজে পারফরম্যান্স করেছে, এমন অভিযোগও করেছেন বাসিত।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।