ঢাকা: বিশ্বকাপে ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ অনুশীলনটা ভালোভাবেই সারলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পার্থে আমিরাতকে ধোনির দল নয় উইকেটে হারিয়েছে।
পার্থের দ্রুতগতির বাউন্সি উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়ার সাহস দেখায় মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু শুরু থেকেই শৌখিন ক্রিকেটারদের নিয়ে গড়া দলটা মুখোমুখি হয় কঠিন ক্রিকেটীয় বাস্তবতার।
৪১ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বসে আরব আমিরাত। অবশ্য আমিরাতের ইনিংসে ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। তার ঘুর্ণিতেই ৩১.৩ ওভারে অল আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। অশ্বিন ২৫ রানে নেন ৪ উইকেট।
আমিরাতের শায়মান আনোয়ার এ ম্যাচেও সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন।
১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রত্যাশিত সহজ জয় পেয়েছে ভারত। দলীয় ২৯ রানের মাথায় মোহম্মদ নাভেদ ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিলে প্রথম উইকেট হারায় ভারত। এরপর রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহজেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫