ঢাকা: তিলেকারাত্নে দিলশান ছুঁলেন শত উইকেটের মাইলফলক। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্যারি ব্যালান্সকে দলীয় ১২ ওভার ২ বলে কট-অ্যান্ড-বোল্ড করে ওডিআই ক্যারিয়ারে শততম উইকেটটি শিকার করেন দিলশান।
তিলেকারাত্নে দিলশান ৩১০ ম্যাচে নিয়েছিলেন ৯৯ উইকেট। এদিন ইংলিশ ব্যাটসম্যান ব্যালান্সকে আউট করে ১০০ উইকেটের মালিক হন এই অফ ব্রেক বোলার। ওডিআইতে দিলশানের বেস্ট বোলিং ফিগার ৪ রানে ৪ উইকেট। ইকোনমি রেট ৪ দশমিক ৮৩।
১৯৯৯ সালের ১১ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই অভিষেক হয় দিলশানের। মূলত তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিংয়ে প্রায় ৪০ গড়ে তার মোট রান ৯ হাজার ৫শ’ ৮৬।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫