ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলারদেরই দুষলেন মরগান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বোলারদেরই দুষলেন মরগান ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৯ রান করেও হারের পর নিজ দলের বোলারদের দুষলেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান। এদিন রান তাড়া করতে নেমে পরে ব্যাট করে নয় উইকেটের বিশাল জয় পায় লঙ্কানরা।



ইংল্যান্ডের হয়ে এদিন মিডলঅর্ডারে ব্যাটিংয়ে নামা জো রুট ১২১ রান করলে বড় সংগ্রহ পায় ইংলিশরা। তবে লঙ্কান ব্যাটিংয়ে কোন ভূমিকাই রাখতে পারেনি ইংলিশ বোলার ব্রোড-অ্যান্ডারসন-ফিনরা। সেই সুবাদে লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে(১৩৯) ও ওয়ানডাউনে নামা কুমার সাঙ্গাকারা(১১৭) তুলেন সেঞ্চুরি।

সাঙ্গাকারা ও থিরিমান্নে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ২১২ রানে অপরাজিত থেকে ১৬ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। আর এই পরাজয়ে বিশ্বকাপে তৃতীয় হারের মুখ দেখলো ইল্যান্ড।

এদিন ইংল্যান্ডের বোলিংয়ে প্রায় সব বোলারই ছয়ের উপর ইকোনোমিতে বল করেছে। আর এ ব্যাপারে মরগান বলেন, আমরা মূলত বোলাদের কারণেই ম্যাচটি হেরেছি। আম‍াদের ইনিংসে জো রুটের অসাধারণ সেঞ্চুরিতে ভালো সংগ্রহ দাড় করিয়েছিলাম। তবে আমাদের বোলাররা বাজে বল করেছে। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।