ঢাকা: শ্রীলংকান ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে নাম্বার ওয়ান ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেছেন তারই সতীর্থ লাহিরু থিরিমান্নে। সাঙ্গাকারাকে একদিনের ক্রিকেটে সর্বকালের সেরা একজন ক্রিকেটার হিসেবেও বিবেচনা করছেন থিরিমান্নে।
রোববার ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে সাঙ্গাকারা মাত্র ৮৬ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলার পর এ মন্তব্য করেন থিরিমান্নে।
সাঙ্গাকারার সাথে জুটি বেঁধে এ দিন খুব কাছ থেকেই তার ব্যাটিং উপভোগ করেন থিরিমান্নে। এটি বিশ্বকাপে সাঙ্গাকারার টানা দ্বিতীয় সেঞ্চুরি। আগের ম্যাচে মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন সাঙ্গাকারা।
সাঙ্গাকারার টানা দ্বিতীয় সেঞ্চুরির দিনে থিরিমান্নেও পান অসাধারণ এক সেঞ্চুরি। ১৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে এ দু’জন যোগ করেন অবিচ্ছিন্ন ২১২ রান।
ফলে ৩০৯ রানের বড় সংগ্রহ গড়েও লংকানদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হার মানে ইংল্যান্ড।
এবারের বিশ্বকাপে এ অবধি সর্বোচ্চ রান সংগ্রাহকও কুমার সাঙ্গাকারা। চার ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ২৬৮ রান নিয়ে সাঙ্গাকারা শীর্ষে অবস্থান করছেন। সাঙ্গাকারার পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। একটি ডাবল সেঞ্চুরিসহ চার ম্যাচে তার সংগ্রহ ২৫৮ রান।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫