ঢাকা: ৪১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে আয়ারল্যান্ড। সর্বশেষ কাইল অ্যাবোটের করা পরপর দুই ওভারে দুই উইকেট হারায় আইরিশরা।
এর আগে ওয়ানডে ক্যারিয়ারের নিজের শততম ম্যাচে দ. আফ্রিকার পেস বোলার ডেল স্টেইনের জোড়া আঘাতে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় আয়ারল্যান্ড। স্টেইনের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে উইকেটের পিছনে ডি ককের তালুবন্দি হয়ে সাজঘেরে ফেরেন স্টারলিং। পরে এড জয়েসকেও ফেরান স্টেইন। আর অন্য ওপেনার উলিয়াম পোর্টারিফিল্ডের উইকেটটি নেন অ্যাবোট।
১১ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ৪৮ রান।
এর আগে রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দ. আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৪১২ রানের বিশাল টার্গেটে ব্যাট হাতে নামেন আইরিশ ওপেনার পল স্টারলিং এবং উইলিয়াম পোর্টারফিল্ড।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে দ. আফ্রিকা ৪ উইকেট হারিয়ে তুলে ৪১১ রান।
প্রোটিয়াদের হয়ে ব্যাটিংয়ে নেমে শতক তুলে নেন ওপেনার হাশিম আমলা এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস। এছাড়া রাইলি রুশো করেন অপরাজিত ৬১ রান (৩০ বলে) এবং ডেভিড মিলার করেন অপরাজিত ৪৬ রান (২৩ বলে)।
ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকান ডু প্লেসিস। ৩৯তম ওভারের চতুর্থ বলে কেভিন ও’ব্রাইনের বলে বোল্ড হয়ে বিদায় নেন ডু প্লেসিস। আউট হওয়ার আগে তিনি ১০৯ বলে ১০টি চার আর একটি ছয়ে করেন ১০৯ রান।
আমলা এবং ডু প্লেসিস বিশ্বকাপে দ. আফ্রিকার হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন।
প্রোটিয়া ওপেনার হাশিম আমলা ব্যক্তিগত ১০ রানের মাথায় এড জয়েসের হাতে ক্যাচ তুলে দিয়েও জীবন পান। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ২০তম শতক তুলে নেন এ ডানহাতি ব্যাটসম্যান। তবে, শেষ পর্যন্ত এড জয়েসের হাতেই ধরা পড়েন আমলা। ১২৮ বলে ১৫৯ রান করে বিদায় নেন এ ডানহাতি ব্যাটসম্যান। ম্যাকব্রাইনের বলে আউট হওয়ার আগে তিনি ১৬টি চারের পাশাপাশি ৪টি ছক্কাও হাঁকান।
৩০১ রানের মাথায় ডি ভিলিয়ার্স বিদায় নিলে ব্যাটিং ক্রিজে রাইলি রুশো এবং ডেভিড মিলার জুটি বাঁধেন। দ্রুতই রান তোলার চেষ্টা করে যান এ দুই ব্যাটসম্যান। মাত্র ৫১ বলে ১১০ রানের জুটি গড়েন তারা।
ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পায় প্রোটিয়ারা। সর্বশেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে দু’টিতে হারের স্বাদ পায় আমলা-ভিলিয়ার্সরা। অপরদিকে, সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পেয়েছে আইরিশরা।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৫
** ডেল স্টেইনের জোড়া আঘাতে চাপে আয়ারল্যান্ড
** রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে আইরিশরা
** রানের পাহাড় গড়লো দ. আফ্রিকা
** দ্রুত রান তোলার চেষ্টা প্রোটিয়াদের
** ফিরলেন আমলা, ভিলিয়ার্স
** ডু প্লেসিস ফিরলেও রয়েছেন আমলা-ভিলিয়ার্স
** বড় সংগ্রহের দিকে দ. আফ্রিকা
** আমলা-প্লেসিসের শতক
** আমলার ২৯, ডু প্লেসিসের ১৫, শতরানের জুটি
** আইরিশদের হিসেবি বোলিংয়ের নিয়ন্ত্রিত প্রোটিয়ারা
** শুরুতেই উইকেট খোয়ালো প্রোটিয়ারা
** ব্যাটিংয়ে নেমেছেন আমলা-ডি কক
** টস জিতে ব্যাটিংয়ে প্রোটিয়ারা