ঢাকা: এক সময় যাদের বলের গতির ঝড়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের হাঁটুতে ‘কাঁপুনি’ ধরতো, তাদের অনেককেই এখন মাঠে দেখা যায় না। তবুও ব্যাট-বলের খেলা ক্রিকেটে ঘুরে ফিরে তাদের নাম চলে আসে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সেরা ১০ গতিদানবের পরিচয় করিয়ে দিতে বাংলানিউজের এ আয়োজন। তালিকায় রয়েছেন সাবেক ও বর্তমান বোলাররাও।
১.
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার কে? এমন প্রশ্নে যে নামটি সবার আগে আসে সেটি হলো পাকিস্তানে সাবেক ফার্স্ট বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এ গতিদানবের কাছে বাঘা বাঘা অনেক ব্যাটসম্যান কুপোকাত হয়েছেন।
এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের সবচেয় দ্রুত গতির বোলার শোয়েব। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে দ্রুতগতির বোলার হিসেবে বিশ্ব রেকর্ড করেন তিনি। এখন পর্যন্ত তিনিই সবচেয়ে দ্রুতগতির বোলার।
২.
শন উইলিয়াম টেইট অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ডান-হাতি ফার্স্ট বোলার। আর ইতিহাসের দ্বিতীয় দ্রুত গতির বোলার হিসেবে রেকর্ড বুকে তার নাম রয়েছে। তিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.১ গতিতে বল করে দ্রুত গতির বোলারদের তালিকায় দুইয়ে উঠে আসেন।
৩.
অস্ট্রেলিয়ার ক্রিকেটের তো বটেই এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম গতিদানব ব্রেট লি। ২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬০.৮ কিলোমিটার গতিতে বল করে দ্রুতগতির তৃতীয় বোলার হিসেবে রেকর্ড বুকে নাম লেখান।
৪.
সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার জেফ্রি থমসন এ তালিকার চতুর্থস্থানে। ১৯৭৫ সালে পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬০.৪ কিলোমিটার গতিতে বল করেন তিনি।
৫.
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফার্স্ট বোলার এন্ডি রবার্টস। দুর্দান্ত এই পেস বোলারের একই টেস্টে দুইবার সাত উইকেট নেওয়ার রেকর্ডও আছে। ১৯৭৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১৫৯. ৫ কিলোমিটার গতিতে বল ছুড়ে এ তালিকায় পঞ্চম স্থানে।
৬.
ফিদেল হেন্ডারসন এডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট বোলার, যিনি এখনও দলের হয়ে খেলছেন। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৭.৭ কিলোমিটার গতিতে বল করে এ তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছেন তিনি। যারা এখনো খেলছেন তাদের মধ্যে এডওয়ার্ডসের ওই বলটিই সবচেয়ে দ্রুতগতির।
৭.
মিচেল জনসন অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার। তিনি দ্রুত গতির বোলারদের তালিকায় সাত নম্বরে। ২০১৩ সালের ডিসেম্বরে অ্যাশেজ সিরিজের ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬.৮ কিলোমিটার গতিতে বল করেন তিনি।
৮.
মোহম্মদ সামি পাকিস্তানের ডানহাতি ফার্স্ট বোলার। তিনি পাকিস্তানের দ্বিতীয় দ্রুত গতির বোলার এবং এ তালিকা ৮ নম্বর। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬.৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি।
৯.
নিউজিল্যান্ডের ডান হাতি ফার্স্ট বোলার শেন বন্ড। ২০০৩ বিশ্বকাপে ১৫৬.৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন।
১০.
ডেল উইলিয়াম স্টেইন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দ্রুত গতির বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৫.৭ গতিতে বল করেছিলেন তিনি। বর্তমান সময়ের দ্রুতগতির বোলারদের মধ্যে স্টেইন দ্বিতীয়।
তালিকায় যুগ্মভাবে ১০ নম্বরে রয়েছেন লাসিথ মালিঙ্গা। ২০১১ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৫.৭ কিলোমিটার গতিতে বল করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫