এবারের বিশ্বকাপে আরও একটি বড় স্কোর দেখতে যাচ্ছে দর্শকরা। ৪০.১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে অস্ট্রেলিয়া।
ওয়ার্নার-স্মিথ অস্ট্রেলিয়দের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। তারা ২৬০ রানের জুটি গড়ে রিকি পন্টিং-ওয়াটসনের (২৫২ রান) আগের রেকর্ড টপকালেন।
বিশ্বকাপের ১১তম আসরের প্রথম সেঞ্চুরি করেন অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার।
৪০ ওভার শেষে অজিদের সংগ্রহ ২৯৯ রান। আফগানদের হয়ে দুটি উইকেট পেয়েছেন দৌলাত জাদরান ও শাহপুর জাদরান।
ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ফিঞ্চের উইকেট হারিয়ে কিছুটা থেমে গেলেও আরেক ওপেনার ওয়ার্নার ঠিকই রানের চাকা সচল রাখেন। তিনি ব্যক্তিগত শতকের পাশাপাশি দলকে নিয়ে যান শক্ত অবস্থানে।
প্রথম ১০ ওভারে দর্শকরা খুব একটা মারকুটে ব্যাটিং না দেখলেও পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৬৮ রান করে অজিরা।
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যারন ফিঞ্চ। কিন্তু দলীয় স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই দৌলাত জাদরানের বলে নওরোজ মঙ্গলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ২৬০ রানের বড় জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় ওয়ার্নার-স্মিথ জুটি। দলীয় ২৭৮ রানে নবীর হাতে ক্যাচ দিয়ে ওয়ার্নার ফিরে যায়।
বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
বুধবার (০৪ মার্চ) পার্থে দু’দলের মধ্যকার এ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক মোহম্মদ নবী।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫
** ওয়ার্নারের শতকে বড় সংগ্রহের পথে অজিরা
** ওয়ার্নার-স্মিথের শতরানের জুটি
** ওয়ার্নারের অর্ধশতক, স্কোর ৬৮/১
** শুরুতেই ফিঞ্চকে ফেরালেন জাদরান
** ব্যাটিংয়ে ওয়ার্নার-ফিঞ্চ
** টসে হেরে ব্যাটিংয়ে অজিরা