ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড গড়ে ম্যাচ সেরা ডেভিড ওয়ার্নার

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
রেকর্ড গড়ে ম্যাচ সেরা ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার

ঢাকা : বিশ্বকাপের ২৬তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত ১৭৮ রান করে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। অজিদের বিশ্বকাপ ইতিহাসে এখন তিনি এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।

এতদিন এ রেকর্ডটির মালিক ছিলেন দলটির সাবেক ওপেনার ম্যাথুউ হেইডেন। তিনি ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৮ রান করেছিলেন।

 

এছাড়া দ্বিতীয় উইকেট জুটিতে স্টিভেন স্মিথের সঙ্গে ‍অজিদের হয়ে বিশ্বকাপ সহ দলটির ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশীপ গড়েন ওয়ার্নার। তারা দু’জনে মিলে করেন ২৬০ রান। এর আগে অজিদের বিশ্বকাপে চ্যাপেল ও হিউজ ভারতের বিপক্ষে ১৪০ রান করেছিলেন। আর ২০০৯ সালে রিকি পন্টিং ও শেন ওয়াটসন সর্বোচ্চ ২৫২ রান করে এতদিন রেকর্ডের মালিক ছিলেন।

 

এদিকে ওয়ার্নারের দানবীয় এ ইনিংসের পর বিশ্বকাপে রেকর্ড ৪১৭ রান সংগ্রহ করে অজিরা। আগের রেকর্ডটি ছিল ভারতের(৪১৩) ২০০৭ বিশ্বকাপে। পরে আফগানদের বিপক্ষে ২৭৫ রানে জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার ওঠে ওয়ার্নার হাতে।

 

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।