ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চার হাজারের ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি তামিম

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
চার হাজারের ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি তামিম ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের ক্লাবে প্রবেশের সুযোগ হয়েছিল তামিম ইকবালের। ২৯ রান দূরে থেকে বিশ্বকাপ মিশন শুরু করলেও, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সে লক্ষ্যে পৌঁছাতে পারেন নি তামিম।

 

অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে সে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হলেন বাঁহাতি এ ওপেনার।

বিশ্বকাপের ‍এগারোতম আসরে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৯ রান করেন তামিম। বৃষ্টির কারণে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচ পণ্ড হয়। আর ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ব্যক্তিগত স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই সাজঘরে ফেরেন তামিম।

এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের ক্লাবে প্রবেশের মাইলফলক স্পর্শ করেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় তামিমের। এর আগে ১৩৭ ম্যাচ খেলা (এই ম্যাচ বাদে) তামিম ১৩৬ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেন তিন হাজার ৯৯০ রান।

চার শতক ও ২৭ অর্ধশতকের মালিক তামিমের ওডিআইতে সর্বোচ্চ স্কোর ১৫৪।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

** তামিমের ২৮তম অর্ধশতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।