ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত শতক হাঁকাতে পারেন নি। স্কটল্যান্ডের বিপক্ষে সে আশা তৈরি করেও হতাশ করলেন তামিম।
তবে বৃহস্পতিবার (০৫ মার্চ) স্কটল্যান্ডের বিপক্ষে করা তামিমের ৯৫ রানের ইনিংসটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
এর আগে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের করা ৮৭ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ।
বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ স্কোরটি ইমরুল কায়েসের। ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডেস বিপক্ষে ৭৩ রানে অপরাজিত থেকে এ রেকর্ড গড়েন তিনি।
৭১ রান নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। আর ৭০ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন সর্বোচ্চ স্কোরার তামিম।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫