ঢাকা: গতকাল ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গিয়েছিল আফগানিস্তান। অজিদের পুরো ইনিংসে ছিল বাউন্ডারির ওভার বাউন্ডারির ছড়াছড়ি।
বলের আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই শাহাবুদ্দিন নামক ছেলেটির বুকে আইস (বরফ) প্যাক দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। ব্যথায় বেশ কতক্ষণ যাবৎ আফগান বালকটি কাঁদতে থাকে। উল্লেখ্য, ম্যাচ চলাকালীন সময়ে ওয়ার্নারের স্বাক্ষর করা একজোড়া ‘গ্লাভস’ শাহাবুদ্দিনকে উপহার হিসেবে দেওয়া হয়।
আফগান বালকটি আহত হওয়ার সময় পাশেই তার বাবা ফোনে কথা বলা অবস্থায় বসে ছিলেন। বলটি শাহাবুদ্দিনের বুকে আঘাত হানার আগে অারেক আফগান সমর্থক ঝাপিয়ে পড়ে ক্যাচ ধরার চেষ্টা করেছিলেন।
আফগানিস্তানের পররাষ্ট্র সচিব অফিসার নাসির আন্দিসা এই ম্যাচে উপস্থিত ছিলেন। পরে তিনি জানিয়েছেন, টুইটারের মাধ্যমে ওয়ার্নার দুঃখ প্রকাশ করেছেন এবং ডাক্তারি চিকিৎসায় শাহাবুদ্দিন দ্রুত সেড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দলীয় ২৭৪ রানের মাথায় ১৭৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার। এটি বিশ্বকাপে কোনো অজি ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। আর আট রান করতে পারলেই আরেকটি রেকর্ড গড়তে পারতেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। শেন ওয়াটসনের করা ১৮৫ রানের রেকর্ড ভেঙে হয়ে যেতেন অজিদের হয়ে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক।
এই ম্যাচে একটি অনন্য নজির স্থাপন করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আফগানদের হারিয়েছে ২৭৫ রানের বিশার ব্যবধানে। এটি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘন্টা, মার্চ ০৫, ২০১৫