ঢাকা: চলতি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা ক্রিস গেইল জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে তার সময় শেষ হয়ে এসেছে। কাঁধের ব্যথায় প্রায়ই ইনজুরিতে থাকা এ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান আরো জানান, তাকে হয়ত আর সাদা পোশাকে মাঠে দেখা যাবে না।
গেইল বলেন, ‘ সত্যি বলতে টেস্ট ক্রিকেটের অনুভূতি অন্যরকম। তবে আমি বেশকিছু দিন ধরে কাঁধের সমস্যায় ভুগছি। যার কারণে টানা পাঁচ দিন মাঠে থাকা আমার পক্ষে খুবই কঠিন। ’
৩৫ বছরের এ বাঁহাতি ব্যাটসম্যান আরো বলেন, ‘আমার কাঁধের সমস্যা আমার ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। তাই পরবর্তীতে আমাকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিতেই হবে। ’
একদিনে ক্রিকেটে আধিপত্য বিস্তার করা জ্যামাইকান এ তারকা টেস্ট ক্রিকেটেও নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন। এখন পর্যন্ত ১০৩ ম্যাচে ৪২.১৮ গড়ে করেছেন ৭২১৪ রান। যেখানে সর্বোচ্চ ৩৩৩ রান সহ ১৫টি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৩৭টি হাফ সেঞ্চুরি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫