ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোল্ডারের অর্ধশতকে ক্যারিবীয়দের সংগ্রহ ১৮২

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
হোল্ডারের অর্ধশতকে ক্যারিবীয়দের সংগ্রহ ১৮২

ঢাকা: ভারতীয় বোলারদের বোলিং তোপে মুখ থ‍ুবরে পড়েছে ক্যারিবীয়দের ব্যাটিং অর্ডার। ইনিংসের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয়দের চেপে ধরেন মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে উইন্ডিজের ব্যাটসম্যানরা। শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ১৮২ রানের পুঁজি সংগ্রহ করে ক্যারিবীয়রা।

টস জিতে ব্যাটিং নেওয়া ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ সামি। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটের পিছনে ধোনির গ্লাভসবন্দি হয়ে ফেরত যান ৬ রান করা স্মিথ।

এরপর অষ্টম ওভারে গেইল তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন, কিন্তু মোহিত শর্মা ক্যাচটি ধরতে ব্যর্থ হলেও অন্য প্রান্তে থাকা মারলন স্যামুয়েলস ক্রিজ থেকে বেরিয়ে যাওয়ায় রান আউট হন।

পরের ওভারে মোহাম্মদ সামির দ্বিতীয় শিকারে পরিণত হন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। মোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে বিশ্বকাপের আসরে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান গেইল করেন ২৭ বলে ২১ রান।

স্মিথ, স্যামুয়েলস, গেইলের পর আউট হন দিনেশ রামদিন। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে শ‍ূন্য হাতেই ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মাত্র ৩৫ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপর জোনাথন কার্টার ও লেন্ডন্ মিসন্স বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন । কিন্তু ৩২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরত যান সিমন্স।

এরপর ধারাবাহিকভাবে একের পর এক উইকেট হারাতে থাকে জ্যাসন হোল্ডারের দল। দলীয় ৭১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ক্যারিবীয়রা। ২২তম ওভারে অশ্বিনের বলে সামির তালুবন্দি হয়ে ফেরেন ২১ রান করা কার্টার।

কার্টার বিদায় নেওয়ার পর ম্যাচে ২৫ তম ওভারের প্রথম বলেই অ্যান্ড্রু রাসেলকে ফিরিয়ে দেন রবিন্দ্র জাদেজা। ম‍াত্র ৮৫ রানে ৭ উইকেট হারিয়ে শতরান কোটা পেরোনোর আগেই অলআউট হওয়ার শঙ্কা জাগে ক্যারিবীয় শিবিরে।

এরপর অধিনায়ক জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে ড্যারেন স্যামি দলীয় সংগ্রহ শতরানে নিয়ে যান। ইনিংসের ৩৬তম ওভারের চতুর্থ বলে আবারও আঘাত হানেন মোহাম্মদ সামি। ড্যারেন স্যামিকে উইকেটের পেছনে ধোনির তালুবন্দি করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সামি। এরপর ৪৩ ওভারের শেষ বলে যাদব তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেটটি।

ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার একাই প্রতিরোধ গড়ে অর্ধশতক হাঁকান। তার অর্ধশতকে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ১৮২ রানে পৌঁছায়।

৪৫তম ওভারের দ্বিতীয় বলে হোল্ডারকে ফিরিয়ে দিয়ে ক্যারিবীয় ইনিংস গুটিয়ে দেন রবিন্দ্র জাদেজা।

ভারতের পক্ষে মোহাম্মদ সামি ৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে তুলে নেন সর্বোচ্চ ৪ উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান আসে অধিনায়ক হোল্ডারের ব্যাট থেকে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৫


** হোল্ডারের ফিফটির পর সাজঘরে টেইলর
** দলীয় দেড়শ রান পার করল ক্যারিবীয়রা
** সামির বলে ফিরলেন স্যামি
** ক্যারিবীয়দের তৃতীয় সর্বোচ্চ ‘মিস্টার এক্সট্রা’
** চরম বিপর্যয়ে ক্যারিবীয়রা
** অশ্বিনের প্রথম আর ক্যারিবীয়দের ষষ্ঠ উইকেট
** ক্যারিবীয় পাঁচ ব্যাটসম্যান সাজঘরে
** সামলে ওঠার চেষ্টায় ক্যারিবীয়রা
** বিপর্যয়ে ক্যারিবীয়রা
** ক্যারিবীয়দের দুই উইকেটের পতন
** শুরুতেই সামির আঘাতে সাজঘরে স্মিথ
** টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টিম ইন্ডিয়া
** টস জিতে ব্যাটিংয়ে ক্যারিবীয়রা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।